নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা দুর্যোগে নারায়ণগঞ্জের রুপগঞ্জে গরীব কৃষকের ধান কাটা কর্মসূচী পালন করছে রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় ৫ই মে বুধবার সকালে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ এবং সদস্য সচিব মাসুদুর রহমান এর নেতৃত্বে উপজেলার মুশির গ্রামের দরিদ্র কৃষক রফিজদ্দিনের ১০ শতাংশ ও কৃষক যোগেশ চন্দ্র দাসের ১৭ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।
কৃষক রফিজদ্দিন বলেন, দেশে চলমান করোনা মহামারি কারণে সরকারি ঘোষিত লকডাউনের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ বছর ধান কাটার শ্রমিক আসতে পারিনি তাই ধান কাটার শ্রমিকের অভাবে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন সময় খবর পেয়ে ছাত্রদলের ভাইরা এসে আমার জমির পাকা ধান বাড়িতে পৌছে দেয়।
এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের ধান কাটার কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় ধান কাটার কাজে আরো অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা রাজিব হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা নাদিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা, সোহাগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মাসুদ, রুপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের আরিফ হাসান, মাহমুদুল হাসান হ্নদয়, মো: নুরুজ্জামান, উমর সাঈদ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের মাইনুল ইসলাম সুরুজ, রাকিবুল ইসলাম মেহেদি, খালেক মাহমুদ, বোরহান উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের গোলাম সারোয়ার সাজু, শুভ ভূইয়া, শাহরিয়ার রাচিন, ভূলতা ইউনিয়ন ছাত্রদলের মেহেদি হাসান, মনির হোসেন, তাসিন আহমেদ প্রমুখ ।