২৮০ জনের নমুনা সংগ্রহ, শনাক্ত কমে ৯ জন আর সুস্থ বেড়ে ১৯

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৫৯ জন। এ সময়ে সুস্থ ১৯ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬ জন। ৩০ আগস্ট রবিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২৯ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে ৩০ আগস্ট রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ২৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১৩ জন, বন্দর উপজেলায় ৯ জন,  রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৭৮ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ৭৫জন, সদর এলাকায় ৮২ জন এবং সোনারগাঁ উপজেলায় ২৩ জন।  জেলায় এই পর্যন্ত মোট ৩৭ হাজার ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭০, রূপগঞ্জ উপজেলায় ১১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৪, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৩৩ জন।

add-content

আরও খবর

পঠিত