নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজকের এই দিনে ১৯৯২ সালে চাঁদপুরের বাবুরহাটের তারপুর চান্দি গ্রামে সম্ভ্রান্ত বেপারী পরিবারে তার জন্ম বাবা, এ কাদের বেপারী ও মা, আমেনা বেগমের প্রথম পুত্র জীবন। উত্তর পশ্চিম তরপুরচণ্ডী প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করার পর ভর্তি হন চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে। পারিবারিক দিক থেকেই রাজনীতিগত শিক্ষা ঘর ছিলো জীবনের, বাবা প্রতিবছর বঙ্গবন্ধুর নতুন নতুন ছবি আনতেন। ছবির প্রেম থেকেই শুরু।
দীর্ঘকায় সুদর্শন লোকটির প্রতি মোহাবিষ্ট হয়েই রাজনীতির পথে পা বাড়ানো। বাবার স্বপ্ন পূরন করতেই পাথরের নগরীতে পারি জমান জীবন। বাবার ইচ্ছে ছিলো ছেলে ডাক্তার হবে, তাই মেডিক্যালে ভর্তি কোচিং করতে ঢাকায় এলেও দেয়া হয়নি পরীক্ষা। কোচিং ও করা হয়নি নিয়মিত। সারাদিন কেটেছে রাজনীতি কিংবা মধুর ক্যান্টিনে।
সেই সময়মের ঢাকা কলেজের এক তুখোড় ছাত্রলীগ নেতা হাত ধরেই শুরু ছাত্র রাজনীতির দীর্ঘ যাত্রা। একে একে হয়ে ওঠেন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সহ-সম্পাদক স্লোগান মাস্টার খ্যাত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা। ঢাকা কলেজ থেকে পদার্থ বিদ্যায় অর্জন করেছেন স্নাতক সম্মান। চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্টীর সক্রীয় কর্মী আনোয়ার হোসেন জীবন আরণ্যকের মঞ্চ অভিনেতা।
হাজার হাজার নেতাকর্মী আনোয়ার হোসেন জীবনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার জন্মদিন সম্পর্কে তিনি সংবাদমাধ্যম কে জানান, ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সে তো জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, সহকর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। যেন ঈদের মিলনমেলা।
তিনি বলেন, সৃষ্টি কর্তার কাছে নতুন করে কিছুই চাওয়ার নেই শুধু বলবো এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ তাদের ঋন কোনদিন শোধ হবার নয়।