নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গেল ২৫ দিনেও সন্ধান মিলেনি নারায়ণগঞ্জের নিখোঁজ ব্যবসায়ী মো. গাজী মোক্তার আহমেদের। নিখোঁজ মোক্তার শহরের চাষাঢ়া আর্মি মার্কেটে অবস্থিত কাঁচ বিতান নামে একটি প্রতিষ্ঠানের মালিক। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী মোক্তার।
নিখোঁজ ব্যবসায়ী মোক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার মো. মোসলেম গাজীর পুত্র। এ বিষয়ে গত ৯ ডিসেম্বর নিখোঁজ মোক্তারের স্ত্রী তাহেরা বেগম তানিয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে দীর্ঘ ২৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ মোক্তারের স্ত্রী তাহেরা বেগম তানিয়া বলেন, ২ ডিসেম্বর বাড়ি থেকে বের হয় স্বামী মোক্তার। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন দোকানে পাওয়া গেলেও তাতে মোক্তারের ব্যবহৃত সিম ছিলনা। মোক্তারের সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজি করে না পেয়ে পরে ৯ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরী করেছেন। কিন্তু পুলিশও তার কোন খোঁজ দিতে পারেনি। পুলিশ বলছে নিখোঁজের বিষয়ে তারা কোন কল পায়নি। স্বামীর সন্ধানে পাগল প্রায় স্ত্রী তানিয়া ও দুই কন্যা সন্তান। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করেছেন তানিয়া ও তার পরিবার। এ বিষয়ে জানতে জিডির তদন্তকারী অফিসার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই রুবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।