নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : ২৪ দিনেও খোঁজ মিলেনি বেসরকারী মোবাইল কোম্পানী গ্রামীণ ফোন কোম্পানীর সেলস রিপ্রেন্টেটিভ (এসআর) সাজ্জাদ হোসেন দীপুর। গত ১লা সেপ্টেম্বর ফতুল্লা কাশীপুরের ফরাজীকান্দার বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হবার পরে সে আর বাড়ি ফিরেনি।
সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁিজ শেষে সাজ্জাদের বড় ভাই সাখাওয়াত এ ব্যাপারে গত ৩ অক্টোবর ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৩৩)।
সাজ্জাদের বাবা ফিরোজ আহমেদ জানান, প্রতিদিনের মতো ১ সেপ্টেম্বর কর্মস্থলের উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন সকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু একদিন পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় ৩ সেপ্টেম্বর ফতুল্লা থানা একটি সাধারণ ডায়েরি করেন। সন্তানের হদিস না পাওয়ায় পরিবারের সদস্যরা পাগলপ্রায়।
অন্যদিকে গ্রামীণ ফোন কোম্পানীর স্থানীয় শাখার লোকজন সাজ্জাদের বিষয়ে উদাসীন। উপরন্তু তারা সাজ্জাদ হোসেন কোম্পানীর টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে এমন অভিযোগে তার পরিবারের উপর চাপ প্রয়োগ করছে। এমনকি সাজ্জাদের বাবা-মাকে পুলিশ দিয়েও হয়রানি করছে বলেও দাবি করেন।
ফিরোজ আহমেদ আরও জানান, একদিকে সন্তানের চিন্তায় পরিবারের লোকজন যখন দিশেহারা তার উপর পুলিশি হয়রানিতে আতঙ্কগ্রস্থ। পুলিশ ও গ্রামীণ কোম্পানীর এমন অত্যাচারের প্রতিকার চেয়ে গত ১৮ সেপ্টেম্বর তিনি জেলা পুলিশ সুপার বরবার একটি আবেদনও করেন।
এদিকে গ্রামীণ ফোনের জোনাল ম্যানেজার পরিচয় দিয়ে ফিরোজ আহমেদকে মোবাইলে (০১৭১৭৬০৩৩৯৯) বেশ কয়েকবার হুমকি-ধামকি দেয়া ব্যক্তির সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।