নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার হলরুমে এ বহি বিতরণ করা হয়।
কাউন্সিলর সুলতান আহম্মেদের সভাপতিত্বে বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কাজী নাসির। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজদৌল্লা নাট্য গোষ্ঠির পরিচালক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, জব্বর সরদার, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন মাষ্টার ও মোশারফ হোসেন খান, আব্দুল আজিজসহ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রাশিদা বেগম, সমাজ সেবক সৈয়দ আবুল কাসেম, মাহাবুব মিয়া প্রমূখ।
বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি মো. পনির হোসেন ভুইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার ফারজানা সুলতানা, অফিস সহায়ক সরোয়ারি বেগম ও ইউনিয়ন সমাজকর্মী মো. মনির হোসেন ।
এ বহি বিতরণ অনুষ্ঠানে বয়স্ক ৪৭ জন ও অস্বচ্ছল প্রতিবন্ধী ২৩ জন মোট ৭০ জনকে এ ভাতা বহি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রায় ২ হাজার জনের মাঝে এ ভাতার বহি বিতরণ করা হবে।