২২নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় এগিয়ে খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বন্দরে ৯টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণার ধামাকা শুরু হয়ে গেছে। নারী কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই কোন অংশে। উঠান বৈঠক, গণসংযোগ ও শোডাউন করে ভোটারদের মনে জায়গা করে নেয়ার প্রতিযোগিতা চলছে। তবে নাসিক ২২নং ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচারণা অনেক আগে থেকেই শুরু করেছেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। প্রচার প্রচারণা তার থেমে নেই। প্রতিদিনই ২২নং ওয়ার্ডে কোন না কোন এলাকায় তিনি ভোটারদের সাথে উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন। এই ওয়ার্ডে প্রচারণায় তিনি অনেকটাই এগিয়ে আছেন বলে সাধারন ভোটারদের ধারনা।

এদিকে, ২২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন বর্তমানের দুইবারের কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহমেদ ভূইয়া, কদম রসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহিরুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম।

খাঁন মাসুদের সাথে কথা বলে জানা গেছে, ছাত্র রাজনীতি থেকেই তিনি মানুষের সেবা করতে পছন্দ করতেন। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল জনগণের কল্যানে কাজ করার। অসহায় কিংবা কোন সুবিধা বঞ্চিত লোক তার দারস্থ হলে সে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। বিগত করোনা সংক্রমনকালে গভীর রাতে ২২নং ওয়ার্ডে প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। স্কুল কলেজের পরিক্ষা চলাকালে রাস্তায় দাড়িয়ে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ট্রাফিকের ভূমিকায় যানজট নিরসন করেছেন। রক্তদান কর্মসূচির আয়োজন করে রক্ত দিয়ে সহায়তা করেছেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

খান মাসুদ কি জনপ্রতিনিধি হবার জন্য মানুষের সেবা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, সেবা পরম ধর্ম। আমি মানুষের সেবা করতে ভালোবাসি। এখানে কোন স্বার্থ জড়িত নয়। তবে জনপ্রতিনিধি হলে মানুষের সেবা একটু বেশি করা যায়। একজনের পক্ষে সবাইকে তো সন্তোষ্ট করা সম্ভব নয়। তবে মনে করি জনপ্রতিনিধি হই আর না হই মানুষের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। একজন মানুষের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি মন্দ দিকও রয়েছে। তাই আমি মানুষের সেবার মানসিকতা নিয়ে ২২নং ওয়ার্ডে অবহেলিত ৩০ হাজার জনগোষ্ঠীর দায়িত্ব নিতেই কাউন্সিলর প্রার্থী হয়েছি। মানুষের তো জীবন একটাই। আর সে জীবনে মানুষের জন্য ভালো কাজ করে যেতে পারলে ফলাফল আমি অবশ্যই পাব। তাই আমি ২২নং ওয়ার্ডবাসীর কাছে একটিবার সুযোগ চাই।

add-content

আরও খবর

পঠিত