নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য ২১ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছেন অরাজনৈতিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী। ২৮ অক্টোব রবিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলানায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলির সদস্য এড. মাহাবুবুর রহমান ইসমাঈল, আনোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস আজাদ, হাজি মনির হোসেন, রুহুল আমীন, কুতুব উদ্দিন, মাহমুদ হোসেন, সুবাস সাহা, আজমত উল্লাহ, আবুল তালরাম আজাদ,কবির হোসেন, আব্দুল হাই, খ,ম সুলতান, মোসতাকীম শিপলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জকে ২য় শ্রেণী থেকে ১ম শ্রেণীতে উন্নয়ন করতে হবে। এজন্য অতিদ্রুত নারায়ণগঞ্জে সরকারীভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন কতে হবে। পূর্ণাঙ্গ বিশ্বিবিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল নিমার্ণ ও শহরের প্রধান সড়কেন বর্জ্য ভোর ৬টার মধ্যে অপসারণ করতে হবে। নারায়ণগঞ্জ রেলস্টেশন সহ নৌ ও বাস টার্মিনাল আধুনিকীকরণ করতে হবে। কুতুবখালী হইতে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সংযোগ বর্ধিত করতে হবে।
হকারদের পূর্ণবাসন করত : শহরের ফুটপাতগুলি হকারমুক্ত করে পথচারীর চলাটচল নির্বিঘ্ন রাখার ব্যবস্থা গ্রহন করতে হবে। একটি কন্টেইনার পোর্ট নিমার্ণ করতে হবে। কাঁচপুর থেকে সৈয়দপুর পর্যন্ত নদীর পাড় দিয়ে মেরিন রোড এবং ২নং রেল গেইট ও চাষাঢ়ায় ফুট ওভারব্রীজ নিমার্ণ করতে হবে। ব্যর্থ ওয়াসার পরিবর্তে সিটি করপোরেশনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ ও আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা সহ ২১দফা দাবি উপস্থাপন করেন।