২১ ও ২২ এপ্রিল ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী ২১ এপ্রিল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। অন্যদিকে ২২ এপ্রিল সোমবার ছুটি থাকছে শবে বরাতের। তবে শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি থাকায় ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় চাঁদ দেখা কমিটি। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ২ দিন ছুটি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়।

তবে মঙ্গলবার চাঁদ দেখা কমিটি জানিয়ে দিয়ে শবে বরাত ২১ এপ্রিলই থাকছে। ফলে সোমবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতে রোববার ও সোমবার দুই দিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগলো।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

add-content

আরও খবর

পঠিত