নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জে মাদকসহ মো. আহসান হাবীব (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২১৬ ক্যান বিদেশী বিয়ার (ওজন অনুমান ৭১.২৮ লিটার) ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। বুধবার (১৭ এপ্রিল) র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানাধীন মোল্লাকান্দি বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ উক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ২১৬ ক্যান বিদেশী বিয়ার (ওজন অনুমান ৭১.২৮ লিটার) ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে আগেও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানায় একটি মামলা রয়েছে, যাহার মামলা নং ০৬, তারিখ-০৭/১০/১৮ইং ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ)। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।