নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পন করেছেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্র তীক। এ সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী প্রজম্মলীগ, মহিলালীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
পরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার ও ক্রেষ্ট বিতরন, সংবধনা, কুসকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায় দেশ সর্ব ক্ষেত্রে এগিয়ে গেছে। এজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে বঙ্গবন্ধুর এই কন্যার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
তিনি আরো বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে আমরা স্বাধীন জাতি। স্বাধীন জাতি হিসেবে আমরা বিশ্বে মর্যাদা পেয়েছি, আত্ম-পরিচয়ের সুযোগ পেয়েছি। এ স্বাধীনতা একদিনে আসেনি। এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। সমগ্র বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হয়েছে এবং সেটা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ স্বাধীনতা সংগ্রামে অনেক মানুষ জীবন দিয়েছেন। জাতির পিতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি- ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাঙালী জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিল। আজকে যদি দেশ স্বাধীন না হতো, তাহলে আমরা বাঙালী হিসেবে বিশ্বে কোন মর্যাদা পেতাম না- এ ভূখন্ড আমরা পেতাম না- এ দেশ আমরা পেতাম না। আমরা যে বাঙালী জাতি, আমাদের যে স্বাধীন সত্তা আছে, সেই উপলব্ধিটুকুও আমাদের হতো না- চিরদিন পরাধীনতার নাগপাশে আমাদের আবদ্ধ থাকতে হতো। আমাদের চেতনায় জাগ্রত করেছিলেন বঙ্গবন্ধু।
মন্ত্রী বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হবে এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আমাদের কাজ হচ্ছে জাতির পিতার স্বপ্নকে পূরণ করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অাল অামিন দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ মাসুমসহ নেতাকর্মীবৃন্দ।