নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) বেসরকারিভাবে ২০টি আসনে বিজয়ী হয়েছে। ৩১ ডিস্বের রবিবার দলটির যুগ্মদপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য জানিয়েছন।
বিজয়ীরা হলেন, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ,ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, লালমনিরহাট- ৩ জি এম কাদের, রংপুর-১ মসিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৩ মেজর (অব.) রানা সোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বরিশাল-৬ নাসরিন জাহান রতনা, পিরোজপুর-৩ ডা. রুস্তম আলী ফরাজী,ময়মনসিংহ-৮ ফকরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, ফেনী-৩ লে. জে. (অব.) মাসউদ উদ্দিন চৌধুরী ও চট্রগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।