২য় ম্যাচে কলেজ রোড টিমের বড় ব্যবধানে জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : কলেজ রোড বড় ভাই টিমের কাছে ১১৫ রানে হেরে গেল গলাচিপা ছোট ভাই টিম। ১১ নভেম্বর শনিবার সকাল ১০ টার দিকে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে দিন ব্যাপী দ্বিতীয় বার আয়োজিত ফ্রেন্ডলী ক্রিকেট ম্যাচ-২০২৩ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্দান্ত বোলিং চালিয়ে গলাচিপা ছোট ভাই টিমের খেলোয়াড়দের একের পর এক উইকেট গুড়িয়ে দেয় কলেজ রোড বড় ভাই টিম-১১।

এদিকে, প্রথম ইনিংসে কলেজ রোড বড় ভাই টিম-১১ ওপেনার হয়ে ব্যাটিং নামে সুমন আহমেদ ও রনি জামান এরপর ব্যাটিং নামে আল্লান জামান। ওপেনার হয়ে ব্যাটিং করে সুমন আহমেদ ৫০ রান তুলে নেন আর বল করে ২টি উইকেট নেন তিনি। সুমন আহমেদ এর সাথে ওপেনার ব্যাটিং করে রনি জামান ২৯ রান তুলে নেন এবং পরবর্তী খেলোয়াড় আল্লান জামান ব্যাট করে ১৫ রান নেন এবং দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট পান তিনি। এরআগে মাঠে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছিলেন কলেজ রোড বড় ভাই টিম-১১। প্রথম ইনিংসে বিপক্ষ দল গলাচিপা ছোট ভাই টিমকে ২৫ ওভারে ১৯৭ রানের টার্গেট দেন কিন্তু গলাচিপা ছোট ভাই টিম ৮৩ রান করে ১৭ ওভারে অল আউট হয়ে পরাজয় ঘটে। এসময় ফ্রেন্ডলী ক্রিকেট ম্যাচে দুর্দান্ত খেলে ৫০ রান করে ম্যান অব দ্যা ম্যাচের পুরুষ্কার পেয়েছেন সুমন আহমেদ।

add-content

আরও খবর

পঠিত