নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিশতিয়া নামে ১টি বেকারী ও শরীফ এন্ড সায়েমা কেমিকেল নামে ১টি মশার কয়েল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৩ আগস্ট বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা এবং মাদানীনগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান কালে সহযোগিতায় ক্যাব এর প্রতিনিধি, জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বুধবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চিশতিয়া বেকারীকে প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় এবং অনুমোদন হীন ভাবে খাদ্য পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকায় শরীফ এন্ড সায়েমা কেমিকেলকে অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর৪৩ ধারায় ৫০ টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।