১ দিনে করোনার থাবায় ৩ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৪৯ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার থাবায় ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন জন ব্যাক্তি পুরুষ। তাদের মধ্যে একজন নারায়ণঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা । তার বয়স ৮৫ বছর। আরেকজন নারায়ণঞ্জ সদর থানার বাসিন্দা। তার বয়স ৭৫ বছর। এবং অপরজনও নারায়ণঞ্জ সদর থানার বাসিন্দা। তার বয়স ৬৮ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা ৪৯ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬ শত ৩৩ জন। এ সময়ে সুস্থ ১১৩ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮ শত ৯৮ জন। ২৫ই এপ্রিল রবিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২৪ই এপ্রিল শনিবার সকাল ৮ টা থেকে ২৫ই এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৬৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ২২ জন, রূপগঞ্জ উপজেলায় ১৪ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ১১ জন এবং সোনারগাঁ উপজেলায় ১ জন। তবে নতুন করে আড়াইহাজার উপজেলায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়নি। এই পর্যন্ত মোট ১০ হাজার ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৮, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১০৬, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪১, সোনারগাঁও উপজেলায় ৩৬ জন। মোট মৃত্যু ২০৯ জন।

add-content

আরও খবর

পঠিত