নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হাসান মুন্নার বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্ধি প্রার্থী কবির হোসেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির হোসেন বলেন, নিতাইগঞ্জ ব্যবসায়ী এলাকা। সেখানে লোড আনলোডের কোন শ্রমিক আহত হলে, মালিকপক্ষের থেকে কোন প্রকার ক্ষতিপূরন পেলে তার অংশ মুন্নাকে দিতে হয়। চিটাগাং থেকে কোন গমের জাহাজ এলেও কম করে ৫লাখ টাকা তার পকেটে যায়। ১৮নং ওয়ার্ডবাসী কামরুল হাসান মুন্নার প্রতি অতিষ্ঠ।
তিনি মুন্নার বিরুদ্ধে অভিযোগ করে আরো বলেন, মুন্নার কোন স্থান নেই। যে তার ভগ্নিপতি শাহজাহানের টাকা দিয়ে সাধারণ ভোটারদের ভোট কিনতে চাইছে। আচরণবিধিতে আছে নির্বাচনী এলাকায় বহিরাগতরা স্থান নিতে পারবে না। কিন্তু মুন্নার ভগ্নিপতি শাহজাহান ১৮নং ওয়ার্ডের ভোটার নয়, সে সেখানে গিয়ে তার প্রভাব বিস্তার করছে।
কবির হোসেন শংকা প্রকাশ করে বলেন, আমাকে প্রতিদিনই গালাগালি করা হচ্ছে। আমার কর্মীদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। মুন্নার ভগ্নিপতি শাহজাহান বলেছেন ২০ কোটি টাকা হলেও দেখে নিবে, শাহজাহানের এমন কথায় আমি নিজে শংকা প্রকাশ করছি। আমার কোন ক্ষতি হলে এই দায়ভার মুন্নার নিতে হবে।
তিনি নির্বাচন কমিশনারের নিকট, টাকার খেলা বন্ধ করে সুষ্ঠ এবং নিরপক্ষ নির্বাচন পরিচালনা করার এবং নাসিক নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ফোন এর নিষেধাজ্ঞার বিষষে নির্বাচনী এলাকা মাইকিং এর মাধ্যমে গণ বিজ্ঞপ্তি আকারে প্রচারের আবেদন জানান।
এ সময়ে কামরুল হাসান মুন্নার বিরুদ্ধে আনিত অভিযোগের পত্রিকার কাটিং সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে উপস্থাপন করেন কবির হোসেন।