নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( লিংকন ) : নাসিক ১৮নং ওর্য়াড আওতাধীন সুকুম পট্টি মসজিদ মোড় হইতে সৈয়দপুর কড়ইতলা পর্যন্ত সড়কের উদ্বোধন করেছেন কাউন্সিলর কবির হোসাইন। গতকাল সকালে সুকুম পট্টি এলাকায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদ র্পুব গোগনগর, সুকুম পট্টি মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান।
স্থানীয়রা জানায়, এ সড়কটি বহু যুগ ধরেই বেহাল ধসায় পড়ে ছিলো। এমতাবস্থায় আমাদের চলাচলে বহু বাধার বিঘ্ন ঘটতো। বর্তমানে এই সড়কটির নির্মান কাজের উদ্বোধন করায় আমরা কৃতজ্ঞ। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের বর্তমান কাউন্সিলর কবির হোসাই কে। তারঁ অক্লান্ত প্রচেষ্টায় আজ এই কাজের শুরু হতেে যাচ্ছে। এটা আমাদের দীর্ঘ প্রত্যাশার সফলতা। এসময় মেয়র আইভীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এবং উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখায় তারঁ প্রতিও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মাসুদুর রহমান, মুসলেম উদ্দিন আহমেদ, মজিবুর রহমান জমদদার, নেওয়াজউল্লাহ, মতি সাবেক মেম্বার , এস.এম রহমুতুল্লাহ, মোসলেউদ্দিন, সৈকত হাসান মেম্বার, হাজি মো: মোক্তার মেম্বার, রাসেল আহমেদ, নজরুল ইসলাম জমদদার, কাদির প্রধান সিটি করপোরেশনের প্রকৌশলী ও এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ।