নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামালাটি দ্রুত নিষ্পত্তির আশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা জজ কের্টের কৌঁসুলী ( পাবলিক প্রসিকিউটর ) অ্যডভোকেট, মনিরুজ্জমান বুলবুল। তিনি জানান, ইতমধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহন সম্পন্ন হয়েছে। ৫ থেকে ৭জন বাকি রয়েছেন। একই ঘটনায় দুইটি মমালা রয়েছে। উভয়ের তদন্ত সিআইডি করেছে। দেরী হওয়ার কারন হলো বিভিন্ন দপ্তরে তদন্তেই কেটে গেছে সময়। এছাড়াও একাধিকবার তদন্ত কর্মকর্তাও পরিবর্তন হয়েছে। আমি আশা করি যেহেতু ২০ জনের স্বাক্ষি হয়ে গেছে। এখন খুব শিঘ্রই বিচারর্কায্যের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হবে। ১৫ জুন বৃহস্পতিবার বিশেষ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এদিকে অপর পলাতক আসামী আনিসুল মোরসালিন ও মহিবুল মোত্তাকিম দুই সহোদেরর প্রসঙ্গে তিনি বলেন, ভারতের দিল্লিতে বিস্ফোরকসহ গ্রেপ্তারকৃত আনিসুল মোরসালিন ও মহিবুল মোত্তাকিম সেখানেই জেলখানায় আছেন। এটা এভাবে আনা তো সম্ভব না। তাই দুই দেশের চুক্তির মাধ্যমে আনতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সহযোগীতা লাগবে। তাদের ওইখানকার মামলা বিচার নিষ্পত্তিরও একটা বিষয় রয়েছে।
উল্লেখ্য, বোমা হামলার ২২ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকান্ডের বিচার শেষ হয়নি। এদিকে মাত্র ৩৩ মাসে সাত খুন মামলার বিচার কাজ সম্পন্ন হলেও ২০ খুন মামলার বিচার না হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ওয়ারেন্ট জারি হলেও কয়েকজন সরকারি কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দিতে না আসায়ও বিচারকাজে বিলম্ব হয়েছিল। প্রাণে বেঁচে যাওয়া আহতেরা পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছেন।