১৬ই জানুয়ারি আমরা আরেকটা বিজয় চাই : আনোয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, আজ বিএনপি-জামাত সকলেই আওয়ামীলীগ আওয়ামীলীগ করে। স্বাধীনতা বিরোধী চক্র নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়ার পরও জানি না কি কারণে, কোন স্বার্থে তারা আজ আবার নির্বাচনে যেতে চায়। যাই হোক নৌকার প্রার্থীকে আমাদের বিজয়ী করে আনতে হবে। ১৬ই  জানুয়ারি আমরা আরেকটা বিজয় চাই।

মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসবে ১৫ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেলের সার্বিক তত্ত¡াবধানে ২ নং বাবুরাইলে তার বাসভবনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন আরও বলেন, এক সময় যারা বঙ্গবন্ধুর খুনী হিসাবে বিচারের কাঠ গড়ায় ছিলো, আজ তারা বিনা প্রতিদ্বন্দীতায় কাউন্সিলর নির্বাচিত হয়ে যাচ্ছে। আজকে আমরা আওয়ামীলীগের কর্মীরা তাদের কতটুকু ছাড় দিচ্ছি এটাই তার উদাহরণ।

আনোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে আমাকে তার পক্ষে কাজ করতে হবে। আজকে আমি মনোনয়ন পাই নাই বলে, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো না এটা হতে পারে না। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছে তাকে যদি আমরা জয়ী করে আনতে পারি তাহলেই প্রমাণিত হবে, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি।

তিনি আরও বলেন, আজকে স্বাধীনতা বিরোধী চক্র আবার মাঠে নেমেছে। তারা নির্বাচন না করার ঘোষণা দেয়ার পরও জানি না কি কারণে তারা আজ নির্বাচনে যেতে চায়। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকার প্রার্থীকে জয়ী করে আনবো।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাশেম, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল,  কার্যকরী সদস্য মো. সাখাওয়াত হোসেন সুমন, নুরুজ্জামান, রিপন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত