১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২০শে মে শুক্রবার সকালে ফতুল্লা থানাধীন উত্তর ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. মিজানুর রহমান (৫৫), মো. জামিল (৪৭) ও মো. শাহ আলম (৩৮)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করে র‌্যাব।

২০শে মে শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত