১৫০০ লিটার অ্যালকোহল ও বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, আটক-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে অনুমোদনহীন কারখানায় নকল স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মালিককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাঁও এলাকায় নামবিহীন এ কারখানায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক জামাল মিয়া একই কারখানার মালিক।

শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) কমান্ডার অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দেড় হাজার লিটার অ্যালকোহল, ১০০ মিলিলিটার ওজনের একমি ব্র্যান্ডের ১৩০০ বোতল, ৫০ মিলিলিটার ওজনের রেঞ্জার ব্র্যান্ডের ২৫০ বোতল, ৫০ মিলিলিটার ওজনের লেবেলবিহীন ২৫০ বোতলসহ ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১২৫০টি ব্র্যান্ডের লেবেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ধারণ করায় হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। তাই অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য তিনি এসব স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করছে।

add-content

আরও খবর

পঠিত