১৫শত টাকার জন্য ভাড়াটিয়া মেহেদীকে হত্যাকারী মগা সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাড়ী ভাড়ার পাওনা ১৫শত টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মোঃ মেহেদীকে (৪৮) হত্যার ঘটনায় ২নং আসামী সুমন ওরফে মগা সুমনকে গ্রেফতার করা হয়েছে। ২৪শে ডিসেম্বর  বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যার কদমতলি এলাকা থেকে মধ্য নলুয়ার বাসিন্দা মঞ্জু মিয়ার ছেলে রাশেদুজ্জামান সুমন ওরফে মগা সুমনকে (৪০) আটক করে এলাকাবাসী।

পরে উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে তাকে পুলিশের কাছে সোর্পদ করে। এ বিষয়ে সদর মডেল থানায় মামলা হয়েছে। যার মামলা নং- ১৩ তারিখ ১৩/১১/২০ইং।  মামলার ১নং আসামী মঞ্জু মিয়ার ছেলে রানা (৩৫) এখনো পলাতক থাকলেও ২নং ও ৩নং আসামী পিংকিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ, গত ১২ই নভেম্বর রাতে নগরীর নলুয়াপাড়া এলাকায় বাড়ী ভাড়ার পাওনা ১৫ শত টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রানা, সুমন ও পিংকি লাঠিসোটা নিয়ে মেহেদীকে পিটালে উপুর্যুপরি আঘাতে তার মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত