১৩ মামলা ও ৪ চালকের জেল, অভিযান চালানোর দাবি অবৈধ স্ট্যান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপের্টার ) :  শহরে অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। মঙ্গলবার (৮ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চলে চাষাড়া থেকে নগর ভবন পর্যন্ত। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ১ মাস করে জেল ও ১৩টি যানবাহনকে সাড়ে ৬ হজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলো।

জেলা প্রশাসনের পেশকার মো. মাহবুব আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, নগরীকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে অবৈধ গাড়ি পার্কিং বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে লাইসেন্স বিহীন মোটরযান চালানোর অপরাধে চারজন চালককে ভ্রাম্যমান আদালত একমাস করে কারাদন্ড দিয়েছে। এছাড়া অবৈধ গাড়ি পার্কিয়ের অপরাধে ১৩টি যানবাহনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এদিকে অবৈধ গাড়িং পার্কিং অভিযানে নগরবাসী সন্তোষ প্রকাশ করে বলেছেন নিয়মিত এমন অভিযান চালালে নগরীর যানজট কমে যাবে অনেকগুণ। একইসাথে তাঁরা নগরীর চাষাড়ায় দুরন্ত, লেগুনাসহ অন্যান্য যানবাহনের অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত