নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আপনার নিকটস্থ কেন্দ্রে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, মৃত্যুর ঝুকি কমান এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার ১৩ নং ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করেন নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় সরেজমিনে ঘুরে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম পরিদর্শন তিনি করেছেন ।
এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫ জুন থেকে ১৮ জুন ২০২২ পর্যন্ত ৪ দিন ব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।