নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেনের লাটিম প্রতিকের প্রচারণায় অনুপ্রাণিত রবিউল হোসেন। এই ওর্য়াডের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রথর্ণা করছেন সাধারণ ভোটাররা। শুক্রবার ছুটির দিন থাকায় র্কমবিরতির সময়টাকে কাজে লাগিয়েছে ১৩ নং ওর্য়াডবাসী। এমনই দৃশ্য চোখে পড়ে এই ওর্য়াডটিতে র্পযবেক্ষন করে। নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় দুপুরে জুম্মার নামাজ শেষে র্ধমপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চাইতে নিজ উদ্যোগে ছুটে এসে ভোট চাইতে দেখা যায় তার সর্মথনকারীদের।
এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ নানা স্লোগান ও লাটিমের নকশার সৌর্ন্দেযে নজর কেড়েছে সাধারণ ভোটার ও পথচারীদের। সরেজমিনে গলাচিপা ও আল্লামা ইকবাল রোড এলাকায় গিয়ে দেখা যায়, যুবকদের সর্মথন, ভালবাসা ও অক্লান্ত পরিশ্রমের এ যেন এক অবাদ ফসল। দিন রাত প্রচারণার ব্যাস্ততা শেষে অবসর সময়টাকে কাজে লাগাচ্ছে লাটিম প্রতিকের প্রচারণার ভিন্ন প্রর্দশনির তৈরীর কাজে। শুধু তাই নয়, এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় তাকে নিয়ে তৈরী হয়েছে তিনটি গানও। গানটিতে সুর দিয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পি আমজাদ হাসান, মো: পারভেজ ও রব্বানী। যা ব্যাপক সুনাম অর্জন করে মুখরিত হয়েছে সাধারণ ভোটারদের কাছে।
নির্বাচনী প্রচারণাকালে ১৩ নং ওর্য়াডের একজন ভোটার পলাশ আহামেদ জানায়, আমরা এই ওর্য়াডটিতে সন্ত্রাস, মাদকমুক্ত একটি উন্নয়নের মডেলের রুপে দেখতে চাই। যার জন্য আমরা এমন এক র্প্রাথীকে বেছে নিয়েছি যিনি আমাদেরকে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন দেখাবে আর তিনি হচ্ছেন কাউন্সলর র্প্রাথী রবিউল হোসেন। কারন তিনি জনপ্রতিনিধি না হলেও ওয়ার্ডবাসীর যেকোন সমস্যা হলেই তিনি আমাদের কাছে ছুটে এসেছেন। এছাড়াও তিনি দীর্ঘ দিন ধরে রাজনীতি ও সমাজ সেবার সাথে জড়িত থাকায় তিনি সর্বমহলে পরিচিত। পুর্বে থেকেই ওয়ার্ডবাসীর সেবায় মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নিজেকে আত্মনিয়োগ করে আসছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এই ওর্য়াডের আরও একজন ভোটারের সাথে কথা বললে তিনি সর্মথকদের কর্মকান্ডের ব্যাপারে অভিযোগ করে বলেন, রবিউল হোসেন এই ওর্য়াডেরই সন্তান। তাই তিনি ওর্য়াডের কখনও অমঙ্গল চাইবেন না আমরা তা বিশ্বাস করি। কিন্তু তার সাথে থাকা কিছু লোক আছে যারা এই নির্বাচনে তার সাথে যুক্ত হয়েছে শুধুমাত্র নিজেদের র্স্বাথ উদ্ধার করে তা হাসিলের জন্য। মুখে অনেক ভালবাসা ও সর্মথন দিয়ে প্রচারণা চালালেও অন্তরে তাদের রয়েছে বিষ। একদিকে যেমন লাটিম প্রতিকে চালাচ্ছে প্রচারণা অন্যদিকে তার হয়ে দেখাচ্ছে দাম্ভিকতা, ভোটারদের সাথে করছে অসদাচরণ। যার কারনে ভোটারদের মনক্ষুন্ন হওয়ার রয়েছে আশংকা আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিকটতম প্রতিদন্ধির জয়ী লাভ করার রয়েছে ব্যাপক সম্ভাবনা। আর তাই এই আশংকা কাটিয়ে তোলতে রবিউল হোসেনকে চোখ কান খোলা রেখে প্রতিটি সর্মথকের কর্মকান্ডের উপর ওযাকিবহাল থাকা এখন অনেক জরুরি।
এ প্রসঙ্গে রবিউল হোসেনের সাথে সাক্ষাতকালে তিনি জানায়, আমি ১৩ নং ওর্য়াডবাসীর জন্য কিছু করতে চাই। আর এর জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কর্মস্থান। এবারের নির্বাচন আমাকে অভিভুত করেছে। আমি এই ওর্য়াডবাসীর ভালবাসায় সিক্ত যে ওনারা আমাকে এতোটা সম্মানিত করেছে। ওর্য়াডের প্রতিটি গলিতেই তারা নিজ উদ্যোগে আমার প্রতিক লাটিমের প্রচারে গনজোয়ার দেখিয়েছে। আমি তাদের কাছে দোয়া চাই এবং এই নির্বাচনে আমাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাই।