১৩ নং ওয়ার্ডে কোরবানীদাতাদের জন্য প্রস্তুত ৩ হাজার ব্লিচিং পাউডার প্যাক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এবারো ১৩ নং ওয়ার্ডে সকল কোরবানীদাতাদের  জন্য প্রস্তুত করা হয়েছে ৩ হাজার ব্লিচিং পাউডার প্যাকেট। সুন্দর নগরায়ন সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলর খোরশেদের ব্যাক্তিগত উদ্যোগে  কোরবানীদাতাদের ঘরে পৌছে দেয়া হবে এই সেবা। কোরবানীর জবাইকৃত পশুর রক্ত, বর্জ্য উচ্ছিষ্টগুলো থেকে গন্ধ ছড়ায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে এজন্য সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

এছাড়াও নাসিক কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই দেয়া সহ এর বর্জ্য অপসারনে নাসিক কর্মীদের সহযোগিতা করার অনুরোধ করেন।এবং কোরবানী শেষে বাড়ীর আশপাশ পানি দিয়ে ধূয়ে ব্লিচিং ছিটিয়ে দেয়ার অনুরোধ করেছেন  কাউন্সিলর খোরশেদ।

এ ব্যাপারে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আল্লাহকে খুশি করার জন্যই আমরা মুলত পশু কোরবানী কেরে থাকি। আর এই জবাইকৃত কোরবানির পশুর রক্ত, বর্জ্য উচ্ছিষ্টগুলো  সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকায় এ থেকে গন্ধ ছড়ায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক জনসাধারণের চলাচলে ভোগান্তির কারণও হয়ে থাকে। তাছাড়া নগরীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই সকলেই যেন পশু কোরবানী শেষে স্থানগুলো পরিষ্কার করে ফেলে এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় আমার অনুরোধ রইল। আল্লাহর সন্তুষ্টি ও ওর্য়াডবাসীর সুবিধার্থেই প্রতিবছরের ন্যায় এবারো আমার এই ছোট প্রচেষ্টা। এতে করে আমাদের নাসিক এলাকা সুন্দর রাখা সম্ভব। আমাদের বিতরণ কর্মসূচী চলমান। ঈদের আগেই আমরা প্রস্তুতকৃত তিন হাজার প্যাক, যেখানে প্রতি প্যাকে ২০০ গ্রাম প্যাকেট ব্লিচিং রয়েছে তা ঘরে ঘরে পৌছে দেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত