নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে উদযাপন করেছে নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ। ১৭ই মার্চ শনিবার বাদ মাগরিব আল্লামা ইকবাল রোড এলাকায় এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, ১৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি পলাশ আহমেদ, মোঃ কামরুল ইসলাম (লিটন), মিহিন, রমজান কবির, রিপন, রানা, রবি, সোহেল, মাসুদ, আমির প্রমুখ।
এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রয়াত খান ওসমান আলী, শামসুজ্জোহা, নাগিনা জ্জোহা, নাসিম ওসমানের রুহের মাগফিরাত এবং শামীম ওসমান, সেলিম ওসমান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো.মাসুম বিল্লাহ।