নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৩নং ওয়ার্ডের তরুণ-যোগ্য ব্যাক্তি ও কাউন্সিলর পদপ্রার্থী সায়েক শহীদ রেজা অনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ২০ই ডিসেম্বর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এসময় কাউন্সিলর পদপ্রার্থী অনি গণমাধ্যমকে বলেন, আমাদের ১৩নং ওয়ার্ড এর মধ্যে মাদক-ছিনতাই সহ নানা রকম সমস্যা আছে কিন্তু দেখার মত কেউ নেই, তাই আমি যদি নিবার্চিত হই তাহলে তরুণ সমাজ ও এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবো। উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো এবং সুন্দর একটা ওয়ার্ড গঠনে কাজ করবো। এছাড়া অসহায় মানুষের সেবায় সারা জীবন কাজ করে যাবো।
তিনি আরও বলেন, আমরা চাই তরুণ সমাজকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে তুলবো। আগামী ১৬ই জানুয়ারি ১৩নং ওয়ার্ড এর কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করে এলাকাবাসীর কল্যাণে কাজ করার সুযোগ দিতে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক বেধাবেদ ভুলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আমাকে উন্নয়নের স্বার্থে এলাকাবাসী আমাকে ভোট দিবে সেই আশাবাদ ব্যক্ত করি। এসময় তিনি মহান আল্লাহর দরবারে অসংখ্যক শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে আমি একজন বৈধ প্রার্থী হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের মহানগর সভাপতি হামদুর রহমান শান্ত, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম শহীদ রেজা, নবীন লীগের সহ-সভাপতি সান রাজ হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা সাইদুল হাসান আবির, ১৩নং ওয়ার্ড তাতীলীগ এর কার্যকরী সদস্য আদিত্য চক্রবর্তী সহ প্রমুখ।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন : বর্তমান কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, রবিন হোসেন, এসএম মোজাম্মেল হক মামুন, মো.রবিউল হোসেন, লিটন ও শাহ ফয়েজ উল্লাহ।