নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : ঈদুল আজাহা উপলক্ষ্যে আড়াইহাজারে বিভিন্ন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে।
হাট গুলো হলো- আড়াইহাজার পৌরসভাধীন শাহজালাল স্কুল সংলগ্ন মাঠ, বগাদীকান্দাপাড়া কবরস্থান সংলগ্ন মাঠ, বিশনন্দী বাজার মাঠ, আউয়াল রতন পতিত জমি জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠ, সুলতানসাদী উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠ, মনির মোল্যার পতিত জমি আতাদী উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠ, শান্তির বাজার মাঠ, গদাধরদী মসজিদ মাঠ ও বালিয়াপাড়া তহসিল অফিস সংলগ্ন মাঠসহ ১৩ স্থানের হাটের ইজারা দেওয়া হয়েছে।
এর বাইরে বিদ্যালয়ের মাঠে এবং মহাসড়কের পাশে কোন হাট যেন না বসে নজড়ধারী করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে দির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকার অনুমোদিত পশুর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করছে। তবে কেনাবেচা এখনও শুরু হয়নি। হাটের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।