১২ হাজার পরিবারের মাঝে মাছ দিলেন প্যানেল মেয়র বাবু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস ও বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে ১৭ নং ওয়ার্ডে ১২ হাজার পরিবারের মাঝে মাছ দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত ১ নম্বর প্যানেল মেয়র আব্দুল করিম বাবু। ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় ৭০ হাজার মানুষদের মাঝে এই মাছ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাবুর ছেলে ও এসবি ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক এম আরকে রিয়েন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

সংক্ষপ্তি বক্তব্যে আব্দুল করিম বাবু বলেন, আজ মহান বিজয় দিবস। বিজয়ের ৫১ বছর পূর্তি। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয়। তাদের সম্মানে এবং আনন্দ ভাগাভাগি করে নিতে আমার নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার লোকজনকে আমার ব্যক্তিগত তহবিল থেকে এই মাছ বিতরণ করছি।

তিনি আরো বলেন, বাংলা আমার দেশ, বাংলা আমার মাতৃভাষা। বাংলাদেশ এই দিনে বিজয় লাভ করেছে। আজকের এই বিজয়ের দিনে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। যার কারণে আনন্দের সাথে দিনটি শুরু হলো, খুব ভালো লাগছে। আসলে মানুষের জন্য ভালো কিছু করতে পারলেই আমার ভালো লাগে। এই বিজয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই আমি প্রতি বছর এই উপহার প্রদান করি।

 

add-content

আরও খবর

পঠিত