১০ মার্চ কাঁচপুর সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : না.গঞ্জে ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, প্রায় ৯শ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। এবং ঈদের আগেই গোমতী দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ে কাঁচপুর ও মেঘনা এই দুটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, সকল দল অংশগ্রহণ করলে নির্বাচন আরো উৎসবমুখর হতো। তবে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত