নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দরের রূপালী আবাসিক এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। ৩১ আগস্ট বুধবার সকাল ৯টায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। রূপালী গেইট হতে শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত ড্রেনসহ রাস্তার দৈর্ঘ্য ১হাজার মিটার এবং প্রস্থে রয়েছে ১৮ফুট।
হান্নান সরকার ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আইয়ূব আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ পিয়ার জাহান কমল, রূপালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন,জাহাঙ্গীর আলম,মোঃ আকরাম হোসেন,তাজুল ইসলাম নান্নু, মোঃ শফিউল্লাহ, আলী আহাম্মদ, সুবল বাদল, সুবল দাস, নন্দলাল চৌধূরী, আবদুস সালাম রিপন, রবিউল আউয়াল, গোপাল চৌধূরী, মাহমুদা বেগম, ইয়াসিন হাফেজ প্রমুখ। হান্নান সরকারের কর্মতৎপরতার জন্য রূপালী আবাসিক এলাকাবাসী তাকে সাধুবাদ জানায়। একই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।