হোসাইনীনগর সমাজ উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কাশীপুর হোসাইনীনগর সমাজ উন্নয়ন এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই মার্চ) বিকেলে ফতুল্লা কাশীপুরের হোসাইনীনগর এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও হোসাইনীনগর সমাজ উন্নয়ন কমিটির সাবেক উপদেষ্টা হাজী আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল। সভায় জানা যায়, আগত কমিটির সকল সদস্যদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে অতি সত্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, কাশীপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, হোসাইনীনগর সমাজ উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান  আসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহম্মেদ খাঁন, বিশিষ্ট সমাজ সেবক গোলাম হায়দার, হোসাইনীনগর সমাজ উন্নয়ন কমিটির সাবেক সহ-সভাপতি শাহ আলম তালুকদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুল কাদির বাবুল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত