হোন্ডা ও লাঠিয়াল বাহিনীদের ছাড় দেওয়া যাবে না: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এলাকাভিত্তিক বিচারব্যবস্থা চালুর তাগিদ দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এলাকাভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আপনাদেরই করতে হবে। পুলিশ তো কিছুই করতে পারে না, কারণ শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। পুলিশ বাহিনী জনগণের দুশমন হিসেবে দাঁড়িয়েছিল। মানুষের উপর গুলি চালিয়েছে, অত্যাচার, অন্যায়, অবিচার করেছে।

তিনি আরও বলেন, গত ৫ তারিখ ফ্যাসিস্ট সরকার হাসিনার সাথে পুলিশদেরও পরাজয় হয়েছে। এখন তাদের মন মেজাজ ভালো না। অনেক থানায় নতুন কর্মকর্তা এসেছে কিন্তু তাদের এখন আর ওই রকম সাহস নেই বলেই বিচার চাইতে গেলেও বিচার পাওয়া যায় না। তাই গ্রামের মধ্যেই বিচার পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। পুলিশের কাছে যাওয়া দরকার নেই। টাকা পয়সা খরচ, দৌড়াদৌড়ি, হয়রানি হতে হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

গিয়াসউদ্দিন বলেন, বিগত ১৫ বছরে আমি অনেক জায়গায় আসতে পারিনি। আমার স্ত্রীর কবর আমি দিতে পারিনি। কিন্তু এই এলাকায় কিছু কুলাঙ্গারের সন্তান ছিল যারা গডফাদারের মদদে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তারা আজ পলাতক, তবে তারা যে অর্থ লুটপাট করেছে, সেগুলো দিয়ে আবার তারা কিছু চেষ্টা করতে পারে। আমাদের সে বিষয় সজাগ থাকতে হবে। যারা হোন্ডাবাহিনী, লাঠিয়াল বাহিনী দিয়ে অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জে একটি গডফাদার তৈরি হয়েছে। এখানে একটা সংগঠন করা হয়েছিল, কিন্তু সেই সংগঠনের পয়সা ছাড়া কোনো বিচার করা হতো না। গরীব অসহায়রা কোন বিচার পেত না। এখন তারা পলাতক। আমি অনুরোধ করবো, যারা এলাকার মুরুব্বীদের সম্মান করতে পারে না, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই তাদের বিচার করতে দিতে হবে।

add-content

আরও খবর

পঠিত