হোমওয়ার্ক না করায় ‌শিক্ষ‌কের পিটু‌নি‌তে হাসপাতা‌লে শিক্ষার্থী‌

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হোমওয়ার্ক করে না আনায় এক ছাত্রকে বেদম পিটুনি দিয়ে আহত করেছে শিক্ষক। আহত হয়ে ছাত্র সৈকত কুমার পাল খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ফতুল্লার চাঁদমারী এলাকায় অবস্থিত চেঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুলে এই ঘটনা ঘটে।

আহত সৈকত কুমার জানান, সে চেঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতই সে স্কুলে গিয়েছিল। তবে এদিন ভুলবশত আইসিটি বিষয়ের শিক্ষক নাজমুল স্যারের হোমওয়ার্ক করতে পারেনি। আর এতেই তার উপর চরমভাবে ক্ষেপে যান নাজমুল স্যার। ক্ষেপে গিয়ে বেত দিয়ে প্রায় ৭০ টির বেশি বাড়ি দেন তিনি।

সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল জানান, বিষয়টি আমাকে জানাতে পারতো। আমাকে না জানিয়েই কেন এভাবে আমার সন্তানকে পিটিয়ে গুরুত্বর আহত করা হলো। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে আমি পুলিশের আশ্রয় নিব। শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

add-content

আরও খবর

পঠিত