নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় আনারুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। ১৪ই মার্চ সোমবার ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজার সাকিনস্থ সোনারগাঁ রেস্তোরা এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ১শত ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
১৪ই মার্চ সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সোমবার মাদক বিরোধী অভিযান চালিয়ে আনারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এসময় তল্লাশি চালিয়ে ১শত ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।