হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধের ধর্ষণ মামলার অভিযোগ গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের দায়িত্ব প্রাপ্ত বিচারক আনিসুর রহমান এর আদালতে আজ দুপুর ১২টার দিকে এ অভিযোগ গঠন করা হয়েছে। গ্রেপ্তারকৃত মামুনুল হককে আজ নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে মামলার বাদি ঝর্ণা বেগম আদালতে হাজির ছিলেন না।

এরআগে গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা রিসোর্ট ভাংচুর করে তাকে উদ্ধার করে। ওইদিন রিসোর্ট ঝর্ণাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করলেও ১৮ এপ্রিল গ্রেপ্তারের পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা।

add-content

আরও খবর

পঠিত