নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা), নারায়নগঞ্জ ইউনিটের জরুরী সভা গতকাল সন্ধ্যায় কালীরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিএনসিসি- আইন মন্ত্রী সভায় অনুমোদন এবং বেকা কেন্দ্রিয় কার্যালয় থেকে সকল ইউনিট কে পরিচয় পত্র প্রদানের বিষয় নিয়ে জরুরী সভায় আলোচনা করা হয়।সংগঠনের সভাপতি এডঃ রেজাউল করিম খান রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, এক্স ক্যাডেট হাবিুবুর রহমান, সাইফুল আলম, আল আশরাফ বিন্দু,খায়রুল হাসান , ইকবাল আহমেদ, ফারুক আহম্মদ রিপন, কাউয়ুম সিদ্দিকী শাওন,ফরহাদ আহমেদ পাভেল, মাসুম সেকান্দার,মাহাবুবুর রহমান, ডাঃকাজী মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ ক্যাডেট।
সভায় বেকার অজীবন সদস্য ফর্ম সংগ্রহ, বেকা প্রদত্ত আইডি কার্ড সংগ্রহের নিয়মাবলী এবং নারায়নগঞ্জ ইউনিটের নতুন সদস্য সংগ্রহে করনীয় বিষয় নিয়ে বিশদ আলোচনায় দিকনির্দেশনা প্রদান করেন এডঃ রেজাউল করিম রেজা।তিনি জানান,হেড কোর্য়াটার প্রদত্ত আইডি কার্ড সেকেন্ড ল্ইান অফ আর্মি’র মর্যাদা বহন করবে। এছাড়া এক্স ক্যাডেট এসোসিয়েশন নারায়নগঞ্জ ইউনিটের নতুন কমিটি গঠন নিয়ে সভায় বক্তব্য রাখেন উপস্থিত ক্যাডেটরা। জরুরী সভায় বক্তব্য রাখেন বিএনসিসি’র প্রাক্তন সিইউও ফারুক রিপন, সাইফুল আলম, হাবিুবুর রহমান, খায়রুল হাসান, ইকবাল আহমেদ, শাওন, পাভেল প্রমুখ ক্যাডেট। সভায় সংগঠননের কার্যক্রম গতিশীল করতে প্রচার প্রচারনা বৃদ্ধির তাগিদ দেয়া হয়।