হিউম্যান রাইটস্ সোসাইটির উদ্যোগে বুনিয়াদী প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪:  হিউম্যান রাইটস্ সোসাইটি (এইচ.আর এস) নারায়ণগঞ্জ এর আয়োজনে দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা ও মাদার তেরেসা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 ৪ ফেব্রুয়ারি , রবিবার সকাল ১১টা হতে দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় বিশিষ্ট সাংবাদিক, যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজকর্মীদের সহায়তায় আয়োজিত কর্মসূচীতে প্রায় ১শত জন মানবাধিকার কর্মী প্রশিক্ষণ গ্রহন করেন।
হিউম্যান রাইটস্ সোসাইটি’র জেলা সভাপতি আলহাজ¦ ডক্টর মোঃ কামরুজ্জামান বুলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট এস.এম ওয়াজেদ আলী খোকন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক এ.কে.এম শাহরিয়ার রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ উদ-দৌলা খান, যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সেলিমুল ইসলাম প্রমুখ।

বিশেষ আলোচক ছিলেন, হিউম্যান রাইটস্ সোসাইটি’র জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান বাদল, সাংবাদিক ও সমাজকর্মী আল মামুন খান, দৈনিক অপরাধ রির্পোট পত্রিকার সম্পাদক মোঃ মাসুদুর রহমান দিপু, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মান্নান, আমরা নাঃগঞ্জ বাসি সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু প্রমুখ।
দৈনিক অগ্রবাণী পত্রিকার সহ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।

বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে বিশ^ ব্যাপী কাজ করে মানবাধিকার কর্মীরা। অসহায় এবং হত্যাশাগ্রস্থ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে থাকে মানবাধিকার কর্মীরা। তাদের সমাজে ভুমিকা ব্যাপক। বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে মানবতার  উজ্জল দৃষ্টান্ত দেখিয়ে বিশ^ দরবারে আজ প্রশংসনীয় অবস্থানে আজ বাংলাদেশকে অগ্রসর করেছে। দেশের সকল সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে মানবাধিকার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। যার ফল আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই সুপ্রসারিত।

add-content

আরও খবর

পঠিত