নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় হাতে বল লেগে আহত তামিম ইকবালকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার এক্স-রে করা হবে। তারপরেই জানা যাবে চোট কতটা গুরুতর। ইনজুরি নিয়ে শঙ্কা আগেই ছিল। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ইনজুরিই তাকে মাঠের বাইরে ছিটকে দিল।
ম্যাচের প্রথম ওভারেই লিটন দাস এবং সাকিব আল হাসানকে তুলে নেন লাসিথ মালিঙ্গা। এরপর দলকে বিপদের রেখেই মাঠ ছাড়তে বাধ্য হন তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বল বাম হাতের কব্জিতে লাগার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান ২ রানে।