নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হালুয়াপাড়া বাজারে দীর্ঘদিন বন্দর থানা আ:লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা ত্যাগী রাজনীতিবিদ মরহুম কামিজ উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার সকাল ৯ টায় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সর্বস্তরের সকলের উপস্থিতিতে মাদক বিরোধী এক মহতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ বলেন, মাদক কোন ব্যাক্তি বা কোন পরিবারকে শুধু ধ্বংস করেনা, মাদক গোটা সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের সাথে যারা জড়িয়ে আছেন, তারা নিজের ও পরিবারের কথা ভেবে হলেও এ পথ থেকে সরে আসুন। মাদকের সাথে জড়িত এমন কিছু দেখলে আপনারা সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা, চেয়ারম্যান অথবা মেম্বারকে অবহিত করুন। আসুন সকলে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করে সমাজ থেকে মাদককে চিরতরে বিতাড়িত করি।
অপর এক বক্তৃতায় অত্র আলোচনা সভার সভাপতি, অত্র ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার ও নূরুণ আলানূর এছহাাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ বলেন, সকলের সচেতনতা ও সোচ্চার কন্ঠ মাদক নির্মূলে যথেষ্ঠ ভূমিকা রাখতে পারে। মাদকসেবীরা তারা আমাদেরই এলাকার ও কারোর না কারোর আপনজন। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের সকলের কর্তব্য। তাই যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে ও মাদকসেবীদেরকে বুঝিয়ে এ পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আজ থেকে দশদোনা, হালুয়াপাড়া ও খালপাড় জামে মসজিদের এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো এবং মাদক নির্মূলের স্বার্থে রাত ৯ টার পর বহিরাগতদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো।
উক্ত আলোচনা সভায় স্থানীয় মঞ্জুরুল হক ভূঁইয়া, আমির হামজা মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, আঃ সামাদ, এবায়েদ উল্লাহ মাস্টার, আরিফ হোসেন, ডাঃ মোস্তফা, ডাঃ কাইয়ুম, মনির হোসেন, নজরুল ইসলাম বাদশাহ ছাড়াও অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
say thanks to a lot for your website it aids a lot. nicozid en venta en Ciudad de México sin receta