নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন তিনটি দোকানে অভিযানকালে কম্পিউটারের হার্ডডিস্কে ২৫ হাজার জাল সনদ পাওয়া গেছে। এ ধরনের জাল সনদ সরবরাহে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২ এর একটি টিম। আটক ৬ জন হলেন- সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর ও মামুন।এসময় ভুয়া জন্মনিবন্ধন সিল, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন সনদের হার্ডকপিও জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের ঊচ্চপদস্থ কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে জাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট সরবরাহ করতেন। তাদের কাছে পাওয়া হার্ডডিস্ক চেক করে আমরা ২৫ হাজারের মতো জাল সনদ পেয়েছি। অনেক হার্ডকপিও পেয়েছি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে আটক ব্যক্তিরা জাল সনদ দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতেও সহায়তা করতেন।