নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গাজী টায়ারস কারখানায় হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে কমিটিতে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যদের প্রতিনিধি রাখা হয়েছে বলে দুপুর দুইটার দিকে কারখানা পরিদর্শনে এসে জানান জেলা প্রশাসক মাহমুদুল হক৷
এ সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস। পাশাপাশি নিখোঁজদের তালিকাকরণে অনুসন্ধান সেল গঠন করা হবে।
ভবনটির ভেতরে টায়ার প্রস্তুতকরণের কাচামাল রাবার, প্ল্যাস্টিকজাতীয় বস্তুর পাশাপাশি বিপুল পরিমান সালফার মজুদ ছিল বলেও জানান ডিসি৷
সালফার মজুদের বিষয়টি নিশ্চিত করেন গাজী টায়ারসের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. কামরুজ্জামানও।