হাটু পানিতে নেমে রূপগঞ্জে কৃষকের ধান কাটলো ছাত্রদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাটু পানিতে নেমে দরিদ্র কৃষকের ১ বিঘা জমির ধান কেটেঁ বাড়ি পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ২৩ই এপ্রিল শনিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব নলছাটা এলাকায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জমি কেটে বাড়ি পৌঁছে দেন।

কৃষক জাহেদ আলীর জানান, করোনা মহামারির ফলে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। তাই রূপগঞ্জে বোরো মৌসুমের ফসল ধান কেটে ঘরে তোলার জন্য কৃষক জাহেদ আলী শ্রমিক খুজে পাচ্ছিলেন না। এমতাস্থায় খবর পেয়ে বিনা পারিশ্রমিকে ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ ও সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কাঞ্চন পৌরসভার হাটাব নলছাটা এলাকার কৃষক জাহেদ আলীর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ জানান, কেউ যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন তাহলে তাদেরকে জানালে তারা গিয়ে ধান কেটে দিবেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, আরিফ হাসান, রাকিবুল ইসলাম মেহেদি, সরকারি মুড়াপাড়া কলেজের সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. সজিব, সদস্য কামরুল হাসান পাপ্পু, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজওয়ান সাইদ, যুগ্ন আহ্বায়ক শান্ত ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল মিয়া, মাহমুদুল রহমান লিজন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত