নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের হাজীগঞ্জ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক অচলাবস্থা নিরসনে দ্রুত নির্বাচনের আয়োজনের আশ্বাস দিয়েছেন সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় হাজীগঞ্জ এম. সার্কেসে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই আশ্বাস প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক সরদার আসাদুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া।
সদস্যরা দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। সাবেক কমিটির সহ–সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম স্থবির। দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করতে হবে।”
দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান আরিফ অভিযোগ করেন, আমি দপ্তর সম্পাদক হলেও কখনো দায়িত্ব বুঝে পাইনি। সংগঠনের কার্যক্রমে আমি সম্পৃক্ত হতে পারিনি।
কার্যকরী সদস্য মো. হালিম বেপারী বলেন, “পদ–পদবি কুক্ষিগত করার মাধ্যমে সংগঠনটিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানো প্রয়োজন।”
দীর্ঘ আলোচনার পর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক সরদার আসাদুজ্জামান বলেন, “সংগঠনের অচলাবস্থা নিরসনে খুব দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে। এছাড়া দপ্তর সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য শহর সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।”