নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : আগামী ৮ জুলাই রবিবার গণ পদযাত্রা ও এলজিআরডি দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচির সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কালে জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, গ্রান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীরও অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। এটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশাওয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত পৌছায়। এর প্রাক্তন নামের মধ্যে ছিল উত্তরপথ, শাহ রাহে আজম, সড়কে আজম, বাদশাহি সড়ক। গ্রান্ড ট্রাঙ্ক রোডের বিস্তৃিত মূলত মৌর্য সাম্রাজ্যের সময় থেকে ছিল। সেই হিসেব মতে এই সড়কটি প্রায় চারশত বছরের ইতিহাসের স্বাক্ষী। অথচ বর্তমানকালের জন প্রতিনিধিদের দায়িত্বহীনতার কারণে এই সড়কটি আজ মরতে বসেছে।
আবু হাসান টিপু বলেন, এক পসলা বৃষ্টিতেই গ্রান্ড ট্রাঙ্ক রোড এর হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশে পানিতে থইথই করে, দুর থেকে দেখলে মনে হয় নদী। তিনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার শিক্ষার্থ জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। লাখো মানুষের যাতায়াতের এপথে প্রতিদিনই কোননা কোন দূর্ঘটনার শিকার হচ্ছে হতভাগ্য মানুষ। অথচ জনগণের টেক্স, খাজনা আর ভেটের টাকায় জন প্রতিনিধিদের বেতন হলেও জনগণের এমন চরম সংকট কালে তারা থাকছেন নির্বিকার। তিনি বলেন জন প্রতিনিধিদের এই নির্বিকারতা অমার্জনীয়।
আবু হাসান টিপু ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এর (হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশের) সংস্কারের দাবীতে ৮ জুলাই ২০১৮ রবিবার সকাল ১১টায় গণ পদযাত্রা ও এলজিআরডি দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য দলমত নির্বিশেষে হাজীগঞ্জ টু শিবু মার্কেট অঞ্চলের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান করেন।
৬জুলাই শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজার এলাকাতে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম আরজু, পদচিহ্ন সাংস্কৃতিক প্রাঙ্গনের আহবায়ক খোকন রাজ, সদস্য সচিব রিপন পারভেজ, নূর-এ-আলম, সুরুজ আলী মাতুব্বর, কথা সাহিত্যিক বদরুল আলম, মাসুদ, শ্রী নির্মল চন্দ্র রায় প্রমূখ।
উল্লেখ্য, ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড এর হাজীগঞ্জ টু শিবু মার্কেট অংশের সড়কসমূহ দীর্ঘ দিন সংস্কারের অভাবে বিভিন্ন স্পটে খাদাখন্দে পরিনত হয়েছে। যার ফলে সড়কটিতে ভারি যানবাহনতো দুরের কথা রিক্সাও চলাচলেও অযোগ্য হয়ে পরেছে, প্রতিদিনই কোননা কোন দূঘটনার কারণে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।