নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকার মৃত নাসির উদ্দিনের বড় ছেলে যুবলীগ নেতা ওহিদুর রহমান জুয়েল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৬শে জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় হাজীগঞ্জের নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। আজ ২৭শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ বাজারে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে জুয়েল এর বয়স হয়েছিলো ৫১ বছর। ৩ ভাই এর মধ্যে জুয়েল ছিলেন বড়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে জয় (১৮) এবং হাবিব (১৭) সহ অসংখ গুনগুগ্রাহী রেখে গেছেন। জুয়েলের এ অকাল মৃত্যুত তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওহিদুর রহমান জুয়েল জীবন দশায় সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এ.কে.এম শামীম ওসমানের আস্থাভাজন থেকে দলীয় সৈনিক হিসেবে সাবেক নারায়ণগঞ্জ শহর যুবলীগ এর যুগ্ম সম্পাদক এর পদে দ্বায়িত্বে থেকে দলীয় দ্বায়িত্ব পালন করেছেন।
এরআগে ২০০৪ সালের ১০ই জানুয়ারিতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা সমাবেশে যোগদানের সময় বিএনপির সন্ত্রাসী গ্রুপ আই ই টি সরকারি স্কুলের সামনে হতে জুয়েল কে তুলে নিয়ে এম সার্কেস নিয়ে ডান পায়ে গুলি করে রক্তাক্ত জখম করে।
এছাড়া দীর্ঘ বছর কিডনি জনিত জটিল রোগে ভুগছিলেন ওহিদুর রহমান জুয়েল। তাঁর এ চিকিৎসা ব্যায় সরকারি ও দলীয় ভাবে তেমন কোন আর্থিক সহযোগিতা না পেয়ে সঠিক চিকিৎসার অভাবে নাবালক দুই শিশুকে এতিম করে অকালেই এ পৃথিবী থেকে চীর বিদায় নিলেন তিনি। জুয়েল এর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।