নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রির্পোট) : হাঙ্গেরি দেশটির প্রয়াত জাতীয় নেতা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির রাজধানী বুদা পেস্টের হিরোজ স্কোয়ারে নির্মিত স্মৃতিসৌধে হাঙ্গরির জাতীয় বীরদের প্রতি সম্মানা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির বহর হিরোস স্কয়ারে পৌঁছায়, সেখানে বিশাল আঙ্গিনায় পাতা লালগালিচা ধরে হেঁটে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। পরে হাঙ্গরির সহস্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে র্গাড অব অনার প্রদান করেন, এই সময় হাঙ্গরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সঙ্গে ছিলেন।