নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, কালাপাহাড়িয়া হাওর অঞ্চল। পানি ঘেরা চারিদিক। আমিও পানির মানুষ। হাওর অঞ্চলের মানুষ। আমরা যারা হাওরের মানুষ, তাদের সব থেকে বড় বৈশিষ্ট হচ্ছে, আমরা কখনো নতি স্বীকার করেন না। প্রচুর সাহস নিয়েই চলি, বলি। বুধবার (১৮ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।
পুলিশ সুপার বর্তমান সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরে বলেন, কালাপাহাড়িয়া হাওর। আমার এলাকাও হাওর। আমাদের ওখানে একদিক থেকে আরেকদিক যেতে হলে নৌকা লাগে। বিদ্যুৎ পৌঁছে নাই। কিন্তু এই কালাপাহাড়িয়াতে বিদ্যুৎ এসেছে। উন্নয়ণও হচ্ছে। শুধু আপনাদের কালাপাহাড়িয়াই নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশেই উন্নয়ণ হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) আফসার উদ্দিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমূখ।