হলুদ সাংবাদিকতা রোধ করতে হবে : সদর ইউএনও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবীন বিনতে শেখ বলেছেন, প্রশিক্ষণ খুব ভালো বিষয়। এর মাধ্যমে নিজেকে এগিয়ে নেয়া যায়। বাঙলা বানানের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই সেরা সংবাদ। হলুদ সাংবাদিকতা চাইনা। বিশেষ করে নারায়ণগঞ্জ সদর উপজেলায় হলুদ সাংবাদিকতা রোধ করতে হবে। মনে রাখতে হবে সমাজে সাংবাদিকদের দায়িত্ব অনেক। জনগণ ও জনমনের কন্ঠস্বর হলো সাংবাদিকরা। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে ‘ গণমাধ্যমে বাঙলা ভাষা ব্যবহার ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানব কল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায়, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহরিয়ার রেজা, জেলা তথ্য কর্মকর্তা মো: সিরাজউদ্দৌল্লা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,কল্যাণীর প্রতিষ্ঠাতা জিএম জাব্বার চিশতী, এডভোকেট মণি গাঙ্গুলী।

মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান ভুঁইয়ার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে লাইভ নারায়ণগঞ্জ ডট কমের প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ প্রশিক্ষণ কর্মজীবনে সহায়ক হবে। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ। স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৬০ জন সাংবাদিক দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেন।

add-content

আরও খবর

পঠিত